Wednesday, May 27, 2020

জোকস-১৭

আগেকার দিনে বিবাহিতা মহিলারা স্বামী এবং স্বামীর জ্যেষ্ঠাদের নাম উচ্চারণ করিতেন না।
এক গ্রামে এক মোটাসোটা ভদ্র মহিলার
স্বামীর নাম- মধু (মধুসূদন ) রায়
ভাসুরের নাম- অর্জুন রায়
মেজ ভাসুরের নাম- ফাল্গুন রায়
শাশুরের নাম- তুলসী রায়
দাদা শ্বশুরের নাম- সূর্য ( সূর্যকান্ত) রায়।

সে যাই হোক একদিন ঐ মহিলা রোগা হইবার জন্য ঐ গ্রামেরই এক কবিরাজের নিকট গেলেন। সব শুনিয়া কবিরাজ বিধান দিলেন, " অর্জুন গাছের ছাল নিয়া , তুলসী দিয়া বাইট্ট্যা, মধু দু'ফোঁটা মিশাইয়া, সূর্য ওঠার আগে পুরা ফাল্গুন মাস খাইতে পারিলে রোগা হইবেন।"
বাড়ি আসিবার পর শ্বাশুড়ি জিজ্ঞাসা করিলেন , কবিরাজ কি কইল?
বউমা তো মহা বিপদে। আইটেম গুলান তো সব নিষিদ্ধ নাম। অনেক ভাবিয়া চিন্তিয়া উত্তর করিল-" ভাসুর ঠাকুরের ছাল ছাড়াইয়া, শ্বশুর দিয়া বাইট্ট্যা, তেনারে দুই ফোটা মিশাইয়া, দাদা শ্বশুর উঠনের আগে পুরা মেজ ভাসুর কে খাইতে পারিলে রোগা হমু।"
শ্বাশুড়ি শুনিয়া দু'দিন অজ্ঞান ছিলেন ।

No comments:

Post a Comment