Monday, August 16, 2021

জোকস-১৮

 ইংরেজি কবিতার বাংলা ভার্সন যদি এমন হয়, তাহলে কেমন হয়.....


Johny, Johny

Yes, Papa?😊😊 

Eating sugar?

No, papa!

Telling lies?

No, papa!

Open your mouth

ha, ha, ha!!! 😜😜


পুরান ঢাকা ভার্সনঃ

জনি আব্বে জনি!

আব্বে হালায় ডাকো ক্যালা?😜

চিনি খাইহালাইছোস?😡

আব্বে না খাইনাইক্কা

মিছা কথা কছ 😡ক্যালা..😡

এক্টু ও মিছা কইনাইক্কা😒

মুখ খুল

হা! হা! হা!😜


রাজশাহী ভার্সনঃ

জনি জনি।

বুলেন আব্বা।😂

চিনি খ্যাছিস?😒

না আব্বা।

মিথ্যা কথা বুলছিস?

না আব্বা।😞

মুখ খুলতো মামুর ব্যাটা।

হা! হা! হা!🤪🤪


চাঁপাই ভার্সনঃ

জনি! জনি!

জ্বি আব্বা?

চিনি খ্যাছো?

না আব্বা।

মিচ্ছ্যা কথা কহিছো?

না আব্বা।

মুখ খুল ব্যাডা...

হা! হা! হা!😜😜


বরিশাল ভার্সনঃ

জনি জনি!

কি অইছে আব্বা?

চিনি খাইতে আছো?

না আব্বা।

মিত্তা কতা কইতে আছো?

না আব্বা।

আক্কর দেহি...

হা! হা হা ☺☺


নোয়াখালি ভার্সনঃ

এরওই জনি

কিয়া হইচে আব্বা?

চিনি খওরি, কেন?

না আব্বা।

মিছা হতা কওরি কিল্লাই?

না আব্বা, কিয়া কন এগিন।

আক্কর চাই।

হা হা হা😜😜


খুলনা ভার্সনঃ

জনি জনি

জ্বি আব্বা !

তুই কি চিনি খাইছিস ?

না আব্বা !

মিথ্যা কথা বলছিস?

না আব্বা,

দেখি হা কর

হা।হা।হা 😁😁


চট্টগ্রাম ভার্সনঃ

জইন্না জইন্না

ও আব্বা কি ওইয়েদে? কিল্লাই পুজর লর?

চিনি হাইয়ুচ?

ন বাপ , আই ন হাই।

মিচা হতা কেল্লাই হদ্দি?

ন বাপ।আই আচা হতা হইর।

আ গর.

হা হা হা।😜😜


বগুড়ার ভার্সনঃ

জনি জনি!

কি কচ্চেন আব্বা?

চিনি কি খাচু তুই?

না আব্বা।

মিছা কতা কিসোক কলু?

না আব্বা!

হা করেক...

হা! হা! হা! 😂😂


নাটোর ভার্সনঃ

জনি জনি!

কি কইচ্চেন আব্বা?

চিনি খাইচ্চু নাকি রে বা?

না আব্বা।

মিত্ত্যা কতা কচ্চু নাকি রে বা?

না আব্বা।

মুক খুলেক তো...

হা! হা! হা! 😜😜


সিলেটি ভার্সন:

জনি জনি

জি আব্বা!

ছিনি খাইছছ নি রে ফুত!

কিওর? খেগুয়ে খইছে ইতা?

মিছা মাতরে নি?

খোদার খছম খাইছি না,

আ খর বেঈমানর ফুয়া

হা হা হা😂😃


দিনাজপুরিয়া ভার্সন:

জনি জনি,

কোহেক আব্বা,

তুই চিনি খাইছি?

 না আব্বা,

মিছা কাথা কহেছি?

না আব্বা,,

হা করেক তো দেখো,

হা হা হা 😜😜😜


কুষ্টিয়া ভার্সন ঃ

জনি! জনি! 

হ্যাঁ আব্বু 

চিনি খেয়েছো?  

না আব্বু। 

মিথ্যা কথা বলছো?  

না আব্বু।  

মুখ খুলো তো বাবা 

হা! হা! হা! 😛😛


পাবনাইয়া ভার্সনঃ

জনি!জনি!

কন আব্বা? 

চিনি খায়ে ফ্যালাইছিস নাকি ? 

না আব্বা। 

মিত্তি কতা কচ্ছিস তুই?

না আব্বা! 

হা করেক তালি..

হা!হা!হা!


ফেনী ভার্সন :

জনি জনি

কিয়া আব্বা,,

চিনি খরি কেন?

না আব্বা,,

মিছা কতা করি,,

না আব্বা,,

আক্কর ,,

হা হা হা,,


কিশোরগঞ্জ ভার্সন :

জনি! জনি !

হে আব্বা ,

চিনি কাইয়ালচছ ?

না আব্বা ,,

মিচা কতা কছ কেরে ?

না আব্বা,,

আক করছেন দেহি ,,

হা হা হা ☺☺


রংপুর ভার্সন🤣🤣🤣

জনি জনি,

কি কন আব্বা। 

চিনি খালু,

না মুই নাই খাও আব্বা।

মিছা কতা কওচিস,

না সত্যি  কতা আব্বা।

মুক খুলতো দেখো,

হাহ হা হা।😂😂


ময়মনসিংহ ভার্সন :

জনি জনি ,

কিতা কও আব্বা !

বেকটা চিনি খায়ালতাছস?? >:( 

এইতা কেলা কইছে? :/

মিছা কতা কস? 

এইতা কিতা কও তুমি আব্বা? 

আক করছেন দেহি? :o 

হা হা হা😜😜


মাদারীপুর ভার্সন 😑


জনি জনি,

হ আব্বা l 

চিনি খাস?

না আব্বা l 

মিত্তা কতা কস?

না আব্বা l 

আ কর দি !

আ আ আ 😁😁


ঠাকুরগাঁও ভার্সন : 

জনি জনি,,

কি বাবা।

চিনি খাইচি?

না বাবা।

মিথ্যা কোহচি?

না বাবা ।

মুখ খুল।

হা হা হা😁😁


হবিগঞ্জ ভার্সন :

জনি জনি ,

কিতা আব্বা,,

চিনি খাইছত নাতা ?

কিতা কও,কেটায় কইছে?

মিছা মাতছ নাতা?

আরে নাহ,

মিছা মাততাম কিতার লাগি ?

আ কর তো !

হা! হা! হা😂😂


নীলফামারী ভার্সন 🤪🤪

জনি জনি,

কী আব্বা?

চিনি খায়ছিস নাকি ?

না মুই খাও নাই l 

মিছা কথা কইছিস ?

না কও আব্বা।

তোর মুখ খুলেক। 

হাহা হা🤣🤣🤣


টাংগাইল ভার্সন 

জনি জনি ,

কি আব্বা ,,

চিনি খাইছোস নাকি? 

না আমি খাই নাই l 

মিছা কতা কস কে? 

না আব্বা ,

তোর মুখ খুলেক? 

হা হা হা😂🤣


সৌদি প্রবাসী বাংলা ভার্সন:

ইয়া জনি ইয়া জনি

নাআম বাবা

এনতা খাইউন চিনিউন?

লা ওয়াল্লা ন খাইউন কভিউন।

এনতা কালাম মিছাউন?

লা বাবা আনা কালাম সহীউন।

তাইয়েব, মুখটা খোলাউন।

হা হা হা😜😜

No comments:

Post a Comment